প্রতিবেদন : এসআইআর নিয়ে সুর আরও চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে তুলোধোনা করার পর আজ বুধবার সোশ্যাল মিডিয়ায় ফের সরব হয়েছেন তিনি। তৃণমূলের লোকসভার দলনেতা লিখেছেন, আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের তিন চ্যালেঞ্জ। ১. সংসদ ভেঙে দিন। ২. সারা দেশে এসআইআর শুরু করুন। ৩. এরপর নির্বাচনে যান এবং জনগণের মুখোমুখি হোন। এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, ভেঙে দেওয়া হোক লোকসভা। ২০২৪ সালের ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছিল, তা ত্রুটিপূর্ণ বলছে নির্বাচন কমিশনই। দেশের মানুষ প্রতারিত হয়েছেন। এছাড়াও নির্বাচন কমিশনকে ট্যাগ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ভারত সরকার যদি কমিশনের সঙ্গে একমত হয়, তবে, নীতির প্রশ্নে অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া উচিত এবং মুখ্য নির্বাচন কমিশনার যদি সত্যিই এত ক্ষমতাশালী হয়ে থাকেন, তা হলে শুধু ভোটমুখী রাজ্যগুলির বদলে গোটা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন করানো উচিত।
আরও পড়ুন- টলিউডে বিপ্লব: বদলে গেল প্রাইম টাইম, যুগান্তকারী ঘোষণা অরূপ-ইন্দ্রনীলের