নবান্ন (Nabanna) অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও এক বিজেপি কর্মী। নিউ মার্কেট থানার পুলিশ বুধবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে। ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, ধৃত বিজেপি কর্মীর নাম মহিন্দ্রচন্দ্র সাহা এবং তিনি নৈহাটির পূর্ব কাঁঠালিয়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন-”মাতৃভাষাকে ভুলবেন না”: কন্যাশ্রীদের বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। বুধবার রাত দেড়টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে একদল বিক্ষোভকারী পুলিশকে মারছে। সেই দলে ছিলেন মহিন্দ্রচন্দ্র। নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ২।
আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১৫
উল্লেখ্য, আগেই ডিসি এসএসডি বিদিশা কলিতার কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর, খুনের চেষ্টার অভিযোগে জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত নামে এক বিজেপি কর্মীকে বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এর ফলে আক্রান্ত হন একাধিক পুলিশকর্মী। সেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।