প্রতিবেদন : এসআইআর নিয়ে শেষ দেখে ছাড়বে তৃণমূল কংগ্রেস। একজন ন্যায্য ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলবে না তৃণমূল। কোনওভাবেই ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রয়োগ করতে দেবে না তৃণমূল কংগ্রেস৷ তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাংলার মানুষ পথে নেমে বিজেপির চক্রান্তের মোকাবিলা করবে৷ প্রয়োজনে দিল্লিতে লক্ষাধিক লোকের সমাবেশ করে এসআইআর-বিরোধী আন্দোলন করা হবে বলে ফের সোজাসাপটা জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী দেশের শীর্ষ আদালত যদি এসআইআরের বিরুদ্ধে রায় দেয় তবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা। বৃহস্পতিবার দিল্লির ২০ নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডে দলের নতুন পার্টি অফিসে সাংবাদিকদের সঙ্গে একান্তে কথা বলেন লোকসভায় তৃণমূলের দলনেতা। তিনি জানিয়েছেন, যেদিন সাধারণ মানুষ বুঝতে পারবে যে এসআইআর তাদের ভোটাধিকার ছিনিয়ে নিচ্ছে সেদিন থেকে শুরু হবে গণ-আন্দোলন। এসআইআর ইস্যুতে সবার আগে সোচ্চার হয়েছিল তৃণমূল, পরে বিরোধী শিবির, ইন্ডিয়া জোটের বৈঠকেও জানান অভিষেক নিজেই৷ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ভোটার তালিকার ভুয়ো ভোটার ধরা হচ্ছে না কেন? প্রশ্ন তোলেন অভিষেক৷ এদিনও ফের অবসরপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি৷ তাঁর মতে, রাজীব কুমারই আসল দোষী, তাঁর আমলেই তৈরি হয়েছিল এই ভোটার তালিকা, যা ভুয়ো ভোটারে ভর্তি৷ এই কারণেই তিনি লোকসভা ভঙ্গ করে নতুন করে ভোটের দাবি তুলেছেন। তাঁর সংযোজন, বিজেপি তাঁর পদত্যাগ চাইছে৷ তিনি পদত্যাগ করতে রাজি, এক মিনিটে পদ ছাড়বেন, কিন্তু তার আগে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ গোটা সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন করে লোকসভার ভোট গ্রহণ করতে হবে, বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন অভিষেক নিজেই৷
আরও পড়ুন-মঙ্গলবারের মধ্যে বাদ ভোটারদের নাম প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের, বিরাট জয়! মন্তব্য দেবাংশুর
অভিষেক বলেন, নির্বাচন কমিশন এসআইআরের নামে জন্মের শংসাপত্র চাইছে, তা পুরোপুরি অবৈধ— সাফ জানান অভিষেক৷ এই প্রসঙ্গেই তাঁর তোপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজের বাবা-মার জন্মের শংসাপত্র দেখাতে পারবেন তো? অভিষেক মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন একটি মনোনীত সংস্থা, রাজ্য সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত৷ মানুষের রায়ই শেষ কথা বলবে, আরও একবার জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় এসআইআর করার চেষ্টা করেও বিজেপি আগামী বছরের বিধানসভা ভোটে কোনও লাভ করতে পারবে না।