কিস্তেওয়ারে মৃতের সংখ্যা বেড়ে ৩৮, উদ্ধারকাজে নামল সেনা

জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮।

Must read

জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। অন্তত ১০০ জন জখম হয়েছেন ও নিখোঁজ বহু। এর ফলেই এবার উদ্ধারকাজে নামল সেনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। কিস্তেওয়ার থেকে ৯০ কিমি দূরে ৯,৫০০ ফুট উঁচুতে চাসোটি থেকে মাছাইল মাতা যাত্রা শুরু হয়। সেখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে স্বাভাবিকভাবেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে।

আরও পড়ুন-জন্মাষ্টমীর দিন ছুটি ঘোষণা রাজ্যের

স্থানীয় সূত্রে খবর, চাসোটি গ্রাম থেকে শুরু হয় ‘মচৈল মাতা যাত্রা’। তাই অনেক পুণ্যার্থী জড়ো হয়েছিলেন ওই গ্রামে। তাবুঁ খাটিয়ে তাঁরা আশ্রয় নিয়েছিলেন। এদিনের হড়পা বানে সেই সব তাঁবু ভেসে গিয়েছে যার ফলে অনেকের নিখোঁজ হয়ে সম্ভাবনাও থেকে যাচ্ছে। ডিউটিতে থাকা সিআইএসএফের এক জওয়ানের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ আরও ৩ জওয়ান। হড়পা বানে একটি লঙ্গরখানা ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনার উপর নজর রাখছেন এবং কিস্তেওয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে বিপর্যয় মোকাবিলার চেষ্টা করছেন। প্রশাসন সূত্রে খবর, বিপর্যয়ের মাত্রা এতটাই যে, ত্রাণ, উদ্ধারকাজ শেষ করতে কমপক্ষে ২০ দিন সময় লাগবে।

Latest article