সংবাদদাতা, দার্জিলিং: ফের ধসে বিপর্যস্ত বাংলা-সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তার গ্রাসে একাধিক জায়গায় ধসে (landslide) গিয়েছে জাতীয় সড়ক। আর তাতেই একদিকে যেমন সমস্যায় পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীরা, অন্যদিকে তিস্তার ভয়াবহ রূপ দেখে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। টানা প্রায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়কটি। ১৫ অগাস্ট বিকেল পর্যন্ত সড়কটি বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নতুন করে ধসের ঘটনা ঘটে ২৮ মাইল ও ১৮ মাইলের সেলফিদাঁড়ায়। এর আগে মামখোলা, লিকুভিড়, রেশি-সহ একাধিক জায়গায় ধসের (landslide) ঘটনা ঘটেছে। সেসব জায়গাতেও মেরামতের কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু ২৯ মাইল-সহ ওই সব জায়গায় ধসে তিস্তার গ্রাসে চলে গিয়েছে গোটা সড়কটাই।
আরও পড়ুন-কিস্তেওয়ারে মৃতের সংখ্যা বেড়ে ৩৮, উদ্ধারকাজে নামল সেনা