নিমিশাকে নিয়ে আপাতত ভয়ের কিছু নেই, সুপ্রিম কোর্টে এবার জানাল কেন্দ্র

Must read

প্রতিবেদন: ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরলের নার্স নিমিশা প্রিয়াকে (Nimisha Priya) নিয়ে এখনই আশঙ্কার কিছু নেই বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয়। যে সংগঠন নিমিশাকে আইনি সহয়তা দিচ্ছে, তাদের আইনজীবী আদালতে জানান, মৃত্যুদণ্ড রদ করতে আলোচনা এখনও চলছে। এই মুহূর্তে ভয়ের বিষয় নেই। তাই আগামী চার সপ্তাহের জন্য মামলা স্থগিত রাখার আর্জি জানান আইনজীবী। তিনি ইঙ্গিত দেন যে এর মধ্যে বিষয়টির ফয়সালা হবে বলে তাঁরা আশাবাদী। আইনজীবীর এই বক্তব্যের পর আট সপ্তাহের জন্য মামলাটি পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

এর আগে গত ১০ জুলাই কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, নিমিশা প্রিয়ার (Nimisha Priya) বিষয়টি দুর্ভাগ্যজনক। ভারত সরকার একটি পর্যায় পর্যন্ত গিয়েছে, কিন্তু এর বেশি কিছু করার নেই। কারণ ইয়েমেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ভারতের। কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমানি তখন এও বলেন, কেন্দ্রীয় সরকারের আর কিছু করার নেই। কারণ ইয়েমেনকে কূটনৈতিকভাবে ভারত স্বীকৃতি দেয়নি। সরকারি স্তরে তাই আর কিছু করা সম্ভব নয় বলেও শীর্ষ আদালতকে জানিয়ে দিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে এর কয়েকদিন পরেই নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়। পরে ১৮ জুলাই সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, নিমিশাকে ফেরানোর চেষ্টা করছে সরকার। সরকারি ভাবে যা করা সম্ভব, তা করা হচ্ছে।

আরও পড়ুন-কিস্তেওয়ারে মৃতের সংখ্যা বেড়ে ৩৮, উদ্ধারকাজে নামল সেনা

প্রসঙ্গত, নিমিশার মৃত্যুদণ্ড ঠেকাতে কূটনৈতিক হস্তক্ষেপের আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা করে ‘সেভ নিমিশা প্রিয়া অ্যাকশন কাউন্সিল’ নামে একটি সংগঠন। এই সংগঠন নিমিশাকে আইনি সহায়তা দিচ্ছে। পাশাপাশি কেরলের একটি ধর্মীয় সংগঠনের শীর্ষনেতার তরফেও ইয়েমেনের ধর্মগুরু ও সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে খবর। গত ১৬ জুলাই ইয়েমেনে নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। তারপর থেকে এখনও পর্যন্ত নিমিশার মৃত্যুদণ্ড নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানায়নি ইয়েমেন প্রশাসন। যদিও ইয়েমেনের যে ব্যক্তিকে হত্যার দায়ে নিমিশাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে, তার ভাই নিমিশার মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর করার বিষয়ে স্থানীয় প্রশাসনের উপর চাপ তৈরি করছে।

Latest article