ভারত-বিরোধী বাগাড়ম্বর বন্ধ করুন, মুনিরের হুমকির কড়া জবাব বিদেশ মন্ত্রকের

Must read

প্রতিবেদন: পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছে ভারত (India-Pakistan)। বৃহস্পতিবার ভারত ইসলামাবাদকে তার অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর জন্য ভারত-বিরোধী বাগাড়ম্বর ব্যবহার করার অভিযোগ তুলেছে। ভারতের বিদেশ মন্ত্রকের  মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা পাকিস্তান নেতৃত্বের পক্ষ থেকে ভারত-বিরোধী, যুদ্ধ-উসকানিমূলক এবং বিদ্বেষপূর্ণ মন্তব্যের ধারাবাহিকতা লক্ষ্য করছি। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বারবার ভারত-বিরোধী বাগাড়ম্বর তৈরি করা তাদের একটি পরিচিত কৌশল।

আরও পড়ুন-নির্দিষ্ট সাজার মেয়াদ পূর্ণ করলেই অবিলম্বে মুক্তি

বিদেশ মন্ত্রকের মুখপাত্র সতর্ক করে বলেন, যে কোনও দুঃসাহসিক কাজের বেদনাদায়ক পরিণতি হবে, যা সম্প্রতি দেখানো হয়েছে। বিদেশমন্ত্রক মে মাসে ঘটে যাওয়া সামরিক সংঘাতের কথা উল্লেখ করেছে, যখন পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় ভারত। পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করলে ভারত (India-Pakistan) তার কঠোর জবাব দিয়েছিল। পাকিস্তানের বিদেশ মন্ত্রক তাদের সেনাপ্রধান মুনিরের বক্তব্যকে সমর্থন করার পরেই ভারতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসে। মুনির তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় বলেছিলেন, যদি ভারতকে অস্তিত্বের সংকটের মুখোমুখি হতে হয়, তবে ইসলামাবাদ বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে। এই মন্তব্যকে পারমাণবিক যুদ্ধের হুমকি বলে নিন্দা করেছে ভারত এবং সেইসাথে এটিকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। নয়াদিল্লির উদ্বেগ, এই ধরনের হুমকি এমন একটি সামরিক প্রতিষ্ঠান থেকে আসছে, যা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সাথে হাত মিলিয়ে কাজ করে, যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছে। ভারত সমালোচনা করে বলেছে, মুনির একটি বন্ধু রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করেন কীভাবে? ভারতের বিদেশ মন্ত্রক প্রতিবেশী দেশের এই হুমকির তীব্র নিন্দা করে পালটা বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Latest article