বন্ধ রাখার নোটিস বাতিল, শনি-রবিবার খোলা থাকছে দ্বিতীয় হুগলি সেতু

Must read

শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত, ২৪ ঘন্টার জন্য দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) বন্ধ থাকার কথা ১১ অগাস্ট বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। তবে সেই নির্দেশিকা বাতিল করেল কলকাতা পুলিশ। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

আরও পড়ুন- ১০৮ পুণ্যতীর্থের জল, ১০০৮ নাড়ু! প্রথম জন্মাষ্টমীতে বিরাট আয়জন জগন্নাথধামে

হাওড়া সিটি পুলিশ ও HRBC (Hooghly River Bridge Commissioners) কর্তৃপক্ষ যৌথভাবে এদিন জানিয়েছে, অভ্যন্তরীণ কিছু জরুরি কারণে এই কাজটি নির্ধারিত সময়ে আর সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

কোনা এক্সপ্রেসওয়ের দুই জায়গায় স্টিল বিম পোর্টাল বসানোর কথা ছিল। দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) স্টে ও হোল্ডিং ডাউন কেবল বসানোর পাশাপাশি বেয়ারিং বদলানোর কথাও ছিল হুগলি রিভার ব্রিজ কমিশনারের। তবে এখন তা আপাতত বন্ধ থাকছে।

Latest article