কল্যাণী এইমসে নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত

Must read

সংবাদদাতা, কল্যাণী : হুগলির সিঙ্গুরের নার্সিং-পড়ুয়ার মৃতদেহ শনিবার সকালে কল্যাণী এইমসে (Kalyani AIIMS) ময়নাতদন্ত হল। নার্সিং-পড়ুয়া দীপালি জানার অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগ তুলে কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের দাবি তোলেন মৃতার বাবা-মা। তাকে মান্যতা দিয়ে হুগলি গ্রামীণ পুলিশের তরফে লিখিত আবেদন জানানো হয় কল্যাণী এইমসকে (Kalyani AIIMS)। রাতেই রাজি হয় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে এদিন সকালে কলকাতা মেডিক্যাল কলেজ মর্গে পৌঁছে যান পুলিশের একাধিক আধিকারিক। ছিলেন রাজ্য পুলিশের প্রতিনিধিরাও। সিঙ্গুর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এর পাশাপাশি সিবিআই তদন্তের দাবি করছে পরিবার। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ জানান, একটি বাচ্চা মেয়ে, নার্সিং পড়ুয়া মারা গিয়েছে, যা অত্যন্ত দুঃখের। কিন্তু মৃত্যু হলেই এটা এই নয়, ওটা হতে পারে এবং সিবিআই চাই, এই নাটকগুলো যাঁরা করছেন, করুন। বলেন, আরজি কর কাণ্ডে বাবা-মা সিবিআই তদন্ত চেয়েছিলেন, এখন সিবিআইয়ের বিরুদ্ধেই অভিযোগ করছেন।

আরও পড়ুন- নতুন খরিফ মরশুমে ধান সংগ্রহে প্রস্তুতি রাজ্যের, ১ নভেম্বর থেকে শুরু ক্যাম্প

Latest article