শহরে প্রথম ডেটাসেন্টার কন্ট্রোলএস’র

রাজ্যে প্রথম ডেটাসেন্টারের উদ্বোধন করল কন্ট্রোলএস ডেটাসেন্টারস লিমিটেড। কলকাতার নিউটাউনে ৫.৬ একর জমির উপরে তৈরি এই ডেটা সেন্টারের প্রথম পর্যায়ের কাজ শেষ

Must read

প্রতিবেদন : রাজ্যে প্রথম ডেটাসেন্টারের উদ্বোধন করল কন্ট্রোলএস ডেটাসেন্টারস লিমিটেড। কলকাতার নিউটাউনে ৫.৬ একর জমির উপরে তৈরি এই ডেটা সেন্টারের প্রথম পর্যায়ের কাজ শেষ। বর্তমানে ১৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারটিকে ২০৩০ সালের মধ্যে আরও দুই দফায় ডেটাসেন্টারটির ক্ষমতা ৭০ মেগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থা। মঙ্গলবার ডেটা সেন্টারটির উদ্বোধনে সংস্থার এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা রিজিওনাল সিইও কল্লোল সেন বলেন, এখন পর্যন্ত ৩৭০ কোটি টাকা বিনিয়োগ করেছি আমরা। প্রায় ১৫০-২০০ প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। ১৬ মেগাওয়াট ক্ষমতায় তাদের ডেটাসেন্টারের ১,১০০-১,২০০ র্যা ক থাকবে বলে তিনি জানিয়েছেন। আগামী ৫ বছরের মধ্যে আরও বিনিয়োগ করা হবে ২,২০০ কোটি টাকা। মোট ৪০০-র কাছাকাছি কর্মসংস্থান হবে বলে কল্লোল জানান।

আরও পড়ুন-সাহস থাকলে তৈরি করুন গুজরাত-মণিপুর ফাইলস, বিবেককে চ্যালেঞ্জ তৃণমূলের

কল্লোলের কথায়, ডেটা ব্যবহারের বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের প্রথম তিন দেশের মধ্যে রয়েছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার, ইউপিআই ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন, ই-কমার্সের বাড়বাড়ন্ত এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বহুল ব্যবহার ভারতে ডেটাসেন্টারের চাহিদা বাড়িয়ে দিচ্ছে। বছরে ৫৩৬ মেগাওয়াট ডেটা ব্যবহার করে শীর্ষে রয়েছে ইউএস। আর বার্ষিক ৫০৩ মেগাওয়াট ডেটা ব্যবহার করে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ভারতের ক্ষেত্রে বার্ষিক ডেটা ব্যবহারের পরিমাণ ৪৬৪ মেগাওয়াট। এখন পর্যন্ত কলকাতার ডেটাসেন্টারের ৪০ শতাংশ ক্ষমতা ব্যবহারের ব্যবস্থা হয়েছে। শীঘ্রই তা ১০০ শতাংশ ক্ষমতা ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে দাবি কল্লোলের।

Latest article