জলভিত্তিক খেলার প্রসারে তৈরি হচ্ছে নয়া অ্যাকাডেমি

বেলেঘাটায় সুভাষ সরোবরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি’। খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

Must read

প্রতিবেদন : সাঁতার-সহ জলভিত্তিক খেলাধুলার বিকাশে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কলকাতার বেলেঘাটায় সুভাষ সরোবরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি’। খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রতিভাবান তরুণ সাঁতারুদের জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
নতুন এই অ্যাকাডেমির জন্য পুরনো সুইমিং পুলটি সংস্কার করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। এখানে যেমন অবসরের জন্য সাঁতার শেখার সুযোগ থাকবে, তেমনই প্রতিযোগিতামূলক প্রশিক্ষণের জন্য থাকবে পূর্ণ পরিকাঠামো। এই অ্যাকাডেমির পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের অধীনে। রাজ্য ক্রীড়া দফতর দীর্ঘদিন ধরেই এমন একটি আধুনিক অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা করছিল। সুভাষ সরোবরের পুলটি অতীতে নানা প্রতিযোগিতার সাক্ষী থেকেছে। সেই পরিকাঠামোর উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই কেন্দ্র।

আরও পড়ুন-দিঘার জগন্নাথধামে বিশেষ পুজো জন্মাষ্টমী উপলক্ষে, ভক্তের ঢল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যে একাধিক ক্রীড়া অ্যাকাডেমি গড়ে তুলেছেন। খড়দহের বিবেকানন্দ স্টেডিয়ামে তৈরি হয়েছে রাজ্যের প্রথম ফুটবল অ্যাকাডেমি। ঝাড়গ্রামে তৈরি হয়েছে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি এবং সল্টলেকে গড়ে উঠেছে বেঙ্গল টেনিস অ্যাকাডেমি। রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৩,৫৬৫টিরও বেশি স্কুল ও কলেজে মাল্টি-জিম চালু হয়েছে, তৈরি হয়েছে ৬৮৪টি মিনি ইনডোর গেমস কমপ্লেক্স এবং ৩৯৮টিরও বেশি খেলার মাঠ। যুব হস্টেলের সংখ্যাও বেড়েছে। সব মিলিয়ে, সাঁতার ও জলভিত্তিক খেলাধুলার প্রসারে নতুন এই অ্যাকাডেমি রাজ্যের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Latest article