বিজেপির ওড়িশায় জমি নিয়ে অশান্তিতে ছেলের গায়ে পেট্রল ঢেলে খুন

জমি নিয়ে অনেকদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। এর মধ্যেই হঠাৎ মৃত্যু হয় ওড়িশার (Orissa) বাসিন্দা জ্যোতিরঞ্জন মাথিয়ার

Must read

জমি নিয়ে অনেকদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। এর মধ্যেই হঠাৎ মৃত্যু হয় ওড়িশার (Orissa) বাসিন্দা জ্যোতিরঞ্জন মাথিয়ার (৪২)। পরিবারের তরফে যদিও বলা হয়েছিল গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি তবে মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তখন দেখা যায়, আত্মহত্যা একেবারেই নয়, রীতিমত পরিকল্পনা করেই জ্যোতিরঞ্জনকে খুন করেছেন তাঁর বাবা, সৎ মা ও সৎ ভাই। তাঁদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বালিয়ান্তা থানার অন্তর্গত সারিপুর গ্রামে বসবাস করতেন জ্যোতিরঞ্জন মাথিয়া। তাঁর বাবা সুরেন্দ্রনাথ মাথিয়া (৭৪), সৎমা প্রভাতী মাথিয়া (৫৭) এবং সৎভাই প্রসান্ত কুমার মাথিয়া (৩৪) মিলে এই খুন করেছেন। মৃতের স্ত্রী জানান পারিবারিক একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। জমি হাতিয়ে নেওয়ার জন্য তাঁর শাশুড়ি শুধু তাঁর স্বামীকেই নয়, তাঁকেও নানাভাবে নির্যাতন করতেন। সুরেন্দ্রনাথ তাঁদের সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। গত শুক্রবার পরিকল্পনা করেই জ্যোতিরঞ্জনের গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে আথানতার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতি বুঝে ক্যাপিটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে ভর্তি করা হয় ভুবনেশ্বরের এইমস হাসপাতালে। অবশেষে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জ্যোতিরঞ্জনের মৃত্যুর আগে দেওয়া বয়ানটি অডিও ও ভিডিও রেকর্ডিং করা হয়েছে। সেখানেও তিনি স্পষ্ট করে বলেছেন, পরিবারের সদস্যরা তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে গোটা বিষয়টি আরো বিশদে জানা যাবে।

Latest article