বৃষ্টি-হড়পা বানে বিধ্বস্ত পাকিস্তান, মৃতের সংখ্যা ৪০০ ছুঁইছুঁই!

Must read

প্রাকৃতিক দুর্যোগের জেরে বিধ্বস্ত পাকিস্তান (pakistan)। প্রবল বৃষ্টি আর খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা প্রায় চারশোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। শনিবারের বিকেল পর্যন্ত অন্তত সাড়ে তিনশো মৃতদেহ উদ্ধার করার পর পর রবিবার সকালেও ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে। যদিও সে দেশের সরকারি তরফে এ বিষয়ে অফিশিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।
শতাধিক বিপর্যয় মোকাবিলা কর্মী একটানা কাজ চালিয়ে যাচ্ছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরেও হড়পা বানে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। চলতি মরসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে, দাবি সে দেশের আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় মেঘ ভাঙা বৃষ্টিতে নামল হড়পা বান, মৃত ৪

সূত্রের খবর, শতাধিক মানুষ এখনও নিখোঁজ। গত শুক্রবার (১৫ অগাস্ট) হড়পা বানের দোসর হয় মেঘ ভাঙা বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত প্রতিবেশী রাষ্ট্র। বাজাউর, বুনের, সোয়াত, মানেহরা, শাংলা, তোরঘর, বাটাগ্রাম জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে দুই হেলিকপ্টার ক্রু সদস্যের।পাকিস্তানের জাতীয় বিপর্যয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গত ২ জুন থেকে এখনও পর্যন্ত সেদেশে বৃষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ইতিমধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে সরিয়েছেন। খাইবার পাখতুনখোয়ার বুনের জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শুক্রবারের দুর্যোগে বুনেরের পীরবাবা, মালিকপুরার মতো গ্রাম জলের তোড়ে তছনছ হয়ে গিয়েছে। অনেক পর্যটক এখনও পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন বলে খবর মিলেছে।

Latest article