প্রতিবেদন: বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষীদের ওপর হামলার প্রতিবাদে গান্ধীমূর্তির পাদদেশে কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ ও ধরনা কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেসের (TMC legal cell) বিভিন্ন শাখা সংগঠন। রবিবারও নির্ধারিত এই কর্মসূচি পালিত হয়। নেতৃত্বে ছিল তৃণমূল কংগ্রেসের লিগাল সেল। সংগঠনের তরফে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের (TMC legal cell) লিগাল সেলের চেয়ারপার্সন ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বার কাউন্সিলের চেয়ারম্যান ও বিধায়ক অশোক দেব, বৈশ্বানর চট্টোপাধ্যায়, শুভাশিস চক্রবর্তী, বিশ্বজিৎ দেব, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, অসিত বসু-সহ নেতৃবৃন্দ। সঙ্গে ছিলেন অসংখ্য কর্মী-সমর্থক। বৃষ্টি উপেক্ষা করেই চলল সভা।
আরও পড়ুন- ফের বাংলার শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে খুনের অভিযোগ