প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহ ও সাহচর্যে তৈরি বিবেকের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্যমেলা। বিবেক স্বাস্থ্যমেলার (Vivek Health Fair) স্থান হরিশ মুখার্জি রোড ও কালীঘাট রোডের সংযোগস্থল। রবিবার চোখ, হার্ট, অর্থোপেডিক চিকিৎসা ছাড়াও ছানির অস্ত্রোপচার-সহ চশমা প্রদান, প্রতিবন্ধী সরঞ্জাম ও পাঠ্যপুস্তক প্রদান করা হয়। স্বাস্থ্যমেলার (Vivek Health Fair) প্রথম দিন শনিবার থ্যলাসেমিয়া, ডেঙ্গি নিয়ে সচেতনতা শিবির হয়। এছাড়াও ক্যানসার শনাক্তকরণ ও সচেতনতা শিবিরও হয়। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, বিবেকের কর্ণধার কার্তিক বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ডাঃ পার্থ প্রধান, ডাঃ আশিস মুখোপাধ্যায় ও তৃণমূল নেতা স্বপন দাস।
আরও পড়ুন-বিজেপির চক্রান্ত: গণমঞ্চে প্রতিবাদে বিশিষ্টরা বারবার বাংলা ও বাঙালির বিরুদ্ধে