প্রতিবেদন: বিজেপির ওড়িশায় এখন চলছে জঙ্গলরাজ। ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা। আশ্রমেও আর নিরাপদ নন মহিলারা। রাতের অন্ধকারে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে ধর্ষণ করল ওই আশ্রমের প্রধান পুরোহিত। ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানলে। মহিলা প্রতিবাদ করলে তাঁকে প্রচণ্ড মারধরও করে ধর্ষক। হুমকি দেয়, মুখ খুললে পরিণাম মারাত্মক হবে।
আরও পড়ুন-মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর আপাতত বাতিল?
এই ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উঠেছে নিন্দার ঝড়। সাধারণ মানুষের মুখে একটাই কথা, বিজেপি ক্ষমতায় আসার পরে ধর্ষণরাজ শুরু হয়েছে ওড়িশায়। ধর্ষণের ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগে। কিন্তু সেখানকার শাসকদলের প্রভাবে প্রথমদিকে বিষয়টি চেপে দেওয়ার চেষ্টা করে প্রশাসনের একটি অংশ। পুলিশও হাল্কা করে দেখানোর চেষ্টা করে ঘটনাকে। কিন্তু শেষপর্যন্ত এড়িয়ে যেতে পারেনি মহিলার দায়ের করা এফআইআর। জনরোষের চাপে পড়ে শনিবার ৪৬ বছর বয়সের অভিযুক্ত প্রধান পুরোহিতকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ।