ঝাড়খণ্ডের স্কুল হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে ঘটনা জানাজানি হতেই ছাত্রীদের অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলছে।

Must read

সোমবার সকালে ঝাড়খণ্ডের (Jharkhand) লাতেহার জেলার একটি আবাসিক স্কুলের হস্টেলে আগুন লাগার পর অল্পের জন্য রক্ষা পেয়েছে কমপক্ষে ২৫ জন ছাত্রী। এই ঘটনার পর হস্টেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এদিন সকাল ৬টার দিকে প্রথম আগুনের খবর পাওয়া যায়। বারিয়াতুর কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের হস্টেলে আগুন লাগার ফলে ছাত্রীদের বিছানা এবং পড়াশোনার যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার খবর পেয়েই দমকলে খবর দেওয়া হয়। প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে।

আরও পড়ুন-গেরুয়া রাজ্যে ড্রাম খুলতেই বেরল পচা দেহ

স্থানীয় সূত্রে খবর, প্রাথমিকভাবে প্রতিবেশীরা এবং আবাসিকের ছাত্রীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন লাগার সময় হস্টেলের ২০-২৫ জন ছাত্রী শারীরিক প্রশিক্ষণের জন্য মাঠে ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বারিয়াতু থানার ইনচার্জ রঞ্জন কুমার পাসওয়ান জানিয়েছেন সকলেই নিরাপদ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে ঘটনা জানাজানি হতেই ছাত্রীদের অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলছে।

আরও পড়ুন-আইইডি বিস্ফোরণে শহিদ জওয়ান, গুরুতর জখম ৩

জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) প্রিন্স কুমার এই ঘটনা প্রসঙ্গে বলেন, আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখতে গোটা বিষয়ের তদন্ত চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে গোটা বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষর তরফে জানা গিয়েছে, এই হোস্টেলে মোট ২২১ জন ছাত্রী থাকে। তাই তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে আপাতত তৎপর কর্তৃপক্ষ।

Latest article