ত্রিপুরায় গিয়ে ‘আক্রান্ত’ অভিষেক, গাড়িতে হামলার ভিডিও নিজেই পোস্ট করলেন টুইটারে

Must read

ত্রিপুরায় গিয়ে ‘আক্রান্ত’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল সাড়ে ১১ টায় আগরতলা বিমানবন্দরের পৌঁছন অভিষেক। বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে একাধিকবার বাধার মুখে পড়তে তাঁকে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর গাড়িতেও হামলা চালানো হয়। সেই ভিডিও নিজেই টুইটারে পোস্ট করেছেন অভিষেক। ভিডিওটিতে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে তাঁর গাড়ির উইন্ড স্ক্রিন ভাঙার চেষ্টা করছেন জড়ো হওয়া বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের প্রায় অধিকাংশ হাতেই বিজেপির পতাকা রয়েছে।

আরও পড়ুন-ত্রিপুরায় অভিষেক ম্যাজিক: ব্যর্থ পুলিশ, অভিষেকের কথায় অবরোধ তুলল পড়ুয়ারা

এই ছবি পোস্ট করে অভিষেক কটাক্ষ করে লেখেন, “বিজেপির শাসনে ত্রিপুরায় গণতন্ত্র!”

এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত শ্লেষ ভরে লেখেন, “খুব ভালো কাজ করে রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন।”

আরও পড়ুন-দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী: প্লাবিত খানাকুল থেকে হেলিকপ্টারে উদ্ধার বাসিন্দাদের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককের সোমবার ত্রিপুরা যাওয়ার কর্মসূচির আগে থেকেই সেখানে বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছেন তৃনমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা ফ্লেক্স, তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়া হয়। আক্রান্ত হন তৃণমূলের যুব নেতৃত্ব- জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহারা। এরপর সরাসরি অভিষেকের গাড়িতেই বাঁশ দিয়ে আক্রমণ করল বিজেপি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজনৈতিক মহল।

 

Latest article