ওড়িশার (Orissa) সম্বলপুরে গতকাল ১৭ অগাস্ট এক নাবালিকাকে পাঁচজন মিলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেফতার করা হয়েছে তবে দুজন এখনও পলাতক। নিজের কোন কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় পাঁচজন অভিযুক্ত তাঁকে টেনে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। ঘটনাটি পরিবারকে জানানোর পর জুজুমুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬:৩০ টা নাগাদ ঘটনাটি ঘটে। তিনজন অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে। বাকি দুজনকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা সবাই একই কলোনির বাসিন্দা, বাকি দুজন কাছের একটি কলোনির বাসিন্দা।
ওড়িশায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে যৌন নির্যাতনের ঘটনা। বিশেষ করে বালাসোরে এক কলেজ ছাত্রীর মৃত্যুর পর, মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্যজুড়েই উদ্বেগ সৃষ্টি হয়েছে। একজন অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের ক্ষেত্রে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে আত্মহত্যা করেছিলেন এক ছাত্রী। তিন দিন পর তিনি মারা যান। এই মাসের প্রথম দিকে ময়ূরভঞ্জ জেলায় এক নাবালিকাকে তাঁর প্রেমিক এবং চার বন্ধু অপহরণ করে একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করেছিল, কিন্তু সে পালিয়ে যেতে পেরেছিল কোনমতে। সবমিলিয়ে গেরুয়া সরকার প্রতি মুহূর্তে এখন নারী ও শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে।