প্রতিবেদন : আগেরবার আট নম্বর ম্যাচে জয় এসেছিল। কিন্তু এবার আইএসএলের (ISL) আট ম্যাচ খেলেও জয়হীন এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। হারদরাবাদের বিরুদ্ধে ম্যাচটা ছিল ম্যানুয়েল দিয়াজের অগ্নিপরীক্ষা। লাল-হলুদের স্প্যানিশ কোচের বিদায় ঘণ্টা আগেই বেজে গিয়েছিল। এদিনের ড্রয়ের পর তাতে আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়া শুধুই সময়ের অপেক্ষা মাত্র।
আরও পড়ুন-শুক্রবার কাউন্সিলরদের শপথ, ২৮ ডিসেম্বর শপথ নেবেন মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন
ম্যাচের শুরু থেকেই লাল-হলুদকে (SC East Bengal) চেপে ধরেছিল হায়দরাবাদ। তবে খেলার গতির বিরুদ্ধে ২০ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে দিয়েছিলেন আমির দারভিসেভিচ। নিজেদের বক্সের ঠিক বাইরে হানমাতেকে ফাউল করেন হায়দরাবাদের সানা সিং। আমিরের নেওয়া সোয়ার্ভিং ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে যায়। ২৮ মিনিটে হানমাতের চমৎকার থ্রু পাস ধরে হায়দরাবাদ বক্সে ঢুকে পড়েছিলেন চিমা। কিন্তু অসহায় গোলরক্ষককে পেয়েও তিনি বাইরে মারেন। উল্টে ৩৫ মিনিটেই গোল শোধ করে দেয় হায়দরাবাদ। বাঁ প্রান্ত থেকে লাল-হলুদের বক্সে সেন্টার ভাসিয়ে ছিলেন অঙ্কিত যাদব। বল ক্লিয়ার করতে গিয়ে ফ্লাইট মিস করেন রাজু গায়কোয়াড়। হেডে গোল করে যান ওগবেচে। মিনিট পাঁচেকের মধ্যেই ফের এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া মহম্মদ রফিকের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির সময় ম্যাচের ফল ছিল ১-১।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই চাপ বাড়াতে থাকে হায়দরাবাদ। ৬৪ মিনিটে জোড়া পরিবর্তন করেন দিয়াজ। চিমা ও অমরজিতকে তুলে নিয়ে মাঠে নামিয়ে দেন হাওকিপ ও বলবন্তকে। কিন্তু তাতেও দলের খেলায় খুব একটা উন্নতি হয়নি। শেষ পর্যন্ত অবশ্য এক পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে দিয়াজের দল। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগের লাস্ট বয়ই রইলেন দিয়াজের শিষ্যরা।