স্বাস্থ্যসমীক্ষার নামে এনআরসি, কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী| মানসিক স্বাস্থ্য সমীক্ষার নামে কল্যাণী এইমসের এনআরসি চালু করার চক্রান্ত ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে সরাসরি সতর্ক করে দেন তিনি।
আরও পড়ুন-শ্রমিকদের বোনাস বৃদ্ধি
মুখ্যমন্ত্রীর অভিযোগ, স্বাস্থ্য সমীক্ষার নামে এনআরসি করতে চাইছে! ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই সমীক্ষা চলছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কল্যাণী এইমসের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকারই। অথচ উদ্বোধনের সময় রাজ্যকেই জানানো হয়নি। আর এখন মানসিক স্বাস্থ্য সমীক্ষার নামে প্রশ্ন তোলা হচ্ছে সাধারণ মানুষের পরিচয় নিয়ে। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, রাজ্য সরকার কোনও সমীক্ষা করছে না। কেউ যদি বাড়ি বাড়ি-বাড়ি সমীক্ষা করতে যায়, আগে রাজ্য সরকারের থেকে খতিয়ে জেনে নেবেন।
এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মেন্টাল হেলথ সার্ভের নামে আসলে একটা রাজনৈতিক দলের নির্দেশে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এই সমীক্ষা করছে। মানুষ সঙ্গে নেই বলে সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এ-প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তা, এইমসের কাজ হল রোগীর সেবা করা। সেটা ভাল করে করুন। রাজ্য সরকারের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট রয়েছে। সমীক্ষার প্রয়োজন হলে আমরা করব এবং খোলাখুলি জানিয়ে করব। কিন্তু অন্য কেউ বাড়ি গিয়ে তথ্য চাইলে দেবেন না। সজাগ ও সতর্ক থাকুন।