সাও পাওলো, ১৮ অগাস্ট : ব্রাজিলিয়ান লিগ সিরি আ-তে ভাস্কো দা গামার কাছে ০-৬ গোলে বিধ্বস্ত হল স্যান্টোস। আর লজ্জার এই হারে মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার (Neymar) দ্য সিলভা। এতটাই ভেঙে পড়েছিলেন যে, তাঁকে মাঠ থেকে বাইরে নিয়ে যেতেই পারছিলেন না সতীর্থরা। শেষ পর্যন্ত চোখের জল মুছতে মুছতেই কোনওরকমে মাঠ ছাড়েন ব্রাজিলীয় তারকা।
প্রসঙ্গত, এটাই নেইমারের (Neymar) কেরিয়ারের সবথেকে বড় ব্যবধানে হার। এর আগে ২০১১ সালে স্যান্টোসের হয়ে বার্সেলোনার বিরুদ্ধে চার গোল হজম করেছিলেন। এবং ২০১৭ সালে বার্সেলোনার হয়ে পিএসজির বিরুদ্ধে চার গোলে হেরেছিলেন। পরে মিডিয়ার মুখোমুখি হয়ে নেইমার বলেন, আমি লজ্জিত। অত্যন্ত খারাপ একটা ম্যাচ খেললাম। এমন লজ্জাজনক হারের অভিজ্ঞতা আগে কখনও হয়নি। রাগে ও অপমানে কান্না পাচ্ছে। এই ক্লাবের জার্সি গায়ে এই পারফরম্যান্স লজ্জার। আমাদের সবার উচিত বাড়ি ফিরে গিয়ে ভাবা, এবার কী করব।
এই হারের পর, অবনমন এড়ানো কঠিন হয়ে গেল স্যান্টোসের। ২০ দলীয় লিগে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আপাতত ১৫তম স্থানে রয়েছে নেইমারের দল। এদিকে, ভাস্কো দা গামার বিরুদ্ধে লজ্জার হারের পরেই ছাঁটাই হয়েছেন স্যান্টোসের কোচ ক্লেবার জেভিয়ার। গত এপ্রিলেই তিনি কোচের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু মাত্র চার মাসের মধ্যেই বরখাস্ত হলেন।
আরও পড়ুন-সকালে অভিষেকের নেতৃত্বে বিক্ষোভ, বিকেলে বকেয়া চাইতে জলশক্তিমন্ত্রকে সাংসদরা