গ্রেগের কোচিংয়ে নিরাপত্তাই ছিল না, তোপ পাঠানের

Must read

নয়াদিল্লি, ১৮ অগাস্ট : মহেন্দ্র সিং ধোনির পর এবার ইরফান পাঠানের (Irfan Pathan) নিশানায় গ্রেগ চ্যাপেল। সম্প্রতি ইরফান জানিয়েছিলেন, ২০০৯ সালে তাঁর ভারতীয় দল থেকে বাদ পড়ার নেপথ্যে ছিলেন ধোনি। এবার প্রাক্তন কোচ গ্রেগকেও তোপ দাগলেন প্রাক্তন অলরাউন্ডার।

ইরফানের (Irfan Pathan) বক্তব্য, সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের সম্মান দেখানোর নিজস্ব ধরন ছিল গ্রেগের। সিনিয়রদের আলাদা করে গুরুত্ব দিতেন না। একটু বেশিই আগ্রাসী ছিলেন। মুখের উপর বলে দিতেন, ভাল খেলতে না পারলে দল থেকে ছেঁটে ফেলা হবে। এর ফলে প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগত। আমার মনে হয়েছিল, এটা বাড়াবাড়ি ধরনের কড়া নীতি। তাই একবার ওঁর সঙ্গে কথাও বলেছিলাম।

আরও পড়ুন-ছ’গোল খাওয়ার লজ্জায় মাঠেই কাঁদলেন নেইমার

ইরফান আরও বলেছেন, আমি গ্রেগকে বলেছিলাম, এর ফলে দলে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। ক্রিকেটাররা খোলামনে পারফরম্যান্স করতে পারছে না। আমার কথা শুনে উনি অবাক হয়ে তাকিয়েছিলেন। একটু বিরক্তও হয়েছিলেন। পরে অবশ্য বুঝতে পারেন, আমি সঠিক কথাই বলেছিলাম।

ইরফানের দাবি, গ্রেগ যদি ভারতীয় দলের সংস্কৃতিকে সম্মান করতেন, তাহলে কোচ হিসাবে সফল হতেন। প্রাক্তন অলরাউন্ডারের বক্তব্য, আমি যদি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ইংল্যান্ডের কোচ হই এবং সেই দেশের সংস্কৃতি না মেনে চলি, তাহলে দলের সদস্যরা আমাকে মেনে নেবে না। গ্রেগ ভারতীয় দলে অস্ট্রেলীয় সংস্কৃতি চালু করতে চেয়েছিলেন। উনি চাইতেন, আমরা হার্ড ক্রিকেট খেলি। কিন্তু ক্রিকেটাররা কোন পটভূমি থেকে উঠে এসেছে, সেসব পরোয়াই করতেন না। যদি সেটা করতেন, তাহলে ওঁকে ব্যর্থ কোচের তকমা নিয়ে ভারত ছাড়তে হত না।

Latest article