জুরিখ, ১৮ অগাস্ট : শেষ মুহূর্তে পোল্যান্ডে আয়োজিত সাইলেসিয়া ডায়মন্ড লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তা সত্ত্বেও ডায়মন্ড লিগ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)।
আগামী ২৭ ও ২৮ অগাস্ট জুরিখে বসবে ডায়মন্ড লিগ ফাইনালের আসর। এই বছরে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি নীরজ। এর প্রধান কারণ অলিম্পিক চ্যাম্পিয়ন কোচ জ্যান জেলেজনির অধীনে নতুন টেকনিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। শেষবার নীরজ অংশ নিয়েছিলেন বেঙ্গালুরুতে নিজের নামাঙ্কিত টুর্নামেন্টে। যদিও সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুসারে ডায়মন্ড লিগ ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা।
আরও পড়ুন-গ্রেগের কোচিংয়ে নিরাপত্তাই ছিল না, তোপ পাঠানের
এবছর ডায়মন্ড লিগের মাত্র দু’টি লেগে অংশ নিয়েছিলেন নীরজ (Neeraj Chopra)। দোহা ডায়মন্ড লিগে কেরিয়ারের প্রথমবার ৯০ মিটারের বেশি থ্রো করলেও, দ্বিতীয় স্থানে শেষ করেন। এরপর প্যারিস ডায়মন্ড লিগে ৮৬.১৬ মিটার ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন। ফলে নীরজের ঝুলিতে রয়েছে মোট ১৫ র্যাঙ্কিং পয়েন্ট। তিনি রয়েছেন তালিকার তিন নম্বরে। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট। দ্বিতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। তাঁর র্যাঙ্কিং পয়েন্টও ১৫। ২৭ বছর বয়সী নীরজ ২০২২ সালে ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জিতেছিলেন। তবে গত বছর ০.০১ মিটারের জন্য দ্বিতীয় স্থানে শেষ করেন। ২০২৩ সালেও তিনি দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন।