প্রতিবেদন : ডার্বি জয় অতীত। লাল-হলুদ (East Bengal) শিবিরের পুরো ফোকাস এবার ডুরান্ডের সেমিফাইনাল। বুধবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি। তার আগে হামিদ আহদাদের চোট কিছুটা হলেও চিন্তায় রাখছে অস্কার ব্রুজোকে।
রবিবাসরীয় বড় ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন মরোক্কান স্ট্রাইকার। ফলে ১৮ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সোমবার হামিদের এমআরআই হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই বোঝা যাবে চোট কতটা গুরুতর। তবে প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, টিয়ার হয়নি। মঙ্গলবার পুরোদমে প্র্যাকটিস করে সেমিফাইনালের প্রস্তুতি নেবে ইস্টবেঙ্গল। আর প্র্যাকটিস সিডিউলে নাম রয়েছে হামিদের।
আরও পড়ুন-আইএসএল জট কাটতে পারে শুক্রবার
তবে অস্কারের হাতে বিকল্পও রয়েছে। তিনি দিমিত্রিয়স দিয়ামানতাকোস। হামিদের বদলি হিসাবে মাঠে নেমেই জোড়া গোল করে ডার্বির নায়ক হয়ে গিয়েছেন গ্রিক স্ট্রাইকার। শেষ মুহূর্তে সহজ সুযোগ হাতছাড়া না করলে, হ্যাটট্রিকও করতে পারতেন। সেমিফাইনালেও গোলের জন্য অস্কারের সেরা বাজি দিয়ামানতাকোসই। ভাল খবর, সেমিফাইনালের আগেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন মহম্মদ রশিদও। বাবার মৃত্যুর খবর পেয়ে আমেরিকা উড়ে গিয়েছিলেন লাল-হলুদের বিদেশি মিডফিল্ডার।
লাল-হলুদ (East Bengal) কোচ অবশ্য কে আছে বা কে নেই, তা নিয়ে ভাবছেন না। এদিন ফুটবলারদের ছুটি দিয়েছিলেন অস্কার। টিম হোটেলেই রিহ্যাব করেন মিগুয়েল, আনোয়াররা। মঙ্গলবার পুরোদমে হবে সেমিফাইনালের প্রস্তুতি। মানসিকভাবে প্রত্যেকেই তরতাজা। ডার্বি জয়ের পর আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইছে শিবিরে। তবে আত্মতুষ্ট হতে নারাজ অস্কার। বরং তিনি সাফ জানাচ্ছেন, কাজ এখনও অসমাপ্ত। ডার্বি জিতেছি ঠিকই। তবে এবার সেমিফাইনালও জিততে হবে। কারণ আমাদের লক্ষ্য ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়া। কোচের মতোই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন ফুটবলাররাও।
এদিকে, ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ডার্বিতে হলুদ কার্ড দেখেছিলেন। এর আগে গ্রুপ লিগের একটি ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন মিগুয়েল। ফলে সেমিফাইনালে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে জানা গিয়েছে, গ্রুপ পর্বের কার্ড নকআউটে বিবেচিত না হওয়াতে, ডায়মন্ড হারবার ম্যাচ খেলতে কোনও সমস্যা নেই লাল-হলুদের প্লে-মেকারের।