ইতিহাস স্মরণ করে অন্য স্বাধীনতা দিবস পালন তিন জেলায়

Must read

ব্যুরো রিপোর্ট : ১৫ অগাস্ট নয়, ১৮ অগাস্ট স্বাধীনতার (independence day) স্বাদ পেয়েছিল বালুরঘাট, মালদহ এবং নদিয়ার কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট। রাজ্যের উদ্যোগে সোমবার তিন জেলাতই পালন করা হল স্বাধীনতা দিবস। ইতিহাস বলছে, ১৮ অগাস্ট পশ্চিম দিনাজপুর মালদহ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়। বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুরবাসী স্বাধীনতার স্বাদ পায় তিনদিন পর। এই এলাকাগুলিতে নোশনাল এরিয়া বা ধারণাকৃত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং এসব এলাকায় ১৪ অগাস্ট পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল। এই সমস্ত এলাকার সমস্যা দ্রুত মিটিয়ে ১৮ অগাস্ট ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল। বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে এবং ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৎপরতায় বালুরঘাট-সহ বেশ কিছু এলাকা ভারতের অন্তর্ভুক্ত হয়। বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চট্টোপাধ্যায় ১৯৪৭ সালের ১৮ অগাস্ট বালুরঘাট হাইস্কুল মাঠে ভারতের তিরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। সোমবার বালুরঘাট পুরসভার উদ্যোগে সকালে বালুরঘাট শহরের বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে বালুরঘাট হাইস্কুল মাঠে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। একইভাবে মালদহ জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে দিনটি পালন করলেন সংস্কৃতিপ্রেমী শিল্পী, সাহিত্যিক-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নদিয়া জেলাতেও পালন করা হয় দিনটি। এই বিষয়ে রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান প্রজন্ম যাতে নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলের স্বাধীনতা দিবসের (independence day) এই ইতিহাসকে মনে রাখে এবং ইতিহাস বিস্মৃত না হয় তার জন্যই ১৮ অগাস্ট সকাল ন’টায় পতাকা উত্তোলন করি।

আরও পড়ুন-মাছ চোর! মাছের গাড়ি দুর্ঘটনার কবলে পড়তেই রাস্তা থেকে মাছ তুলে দৌড় বিজেপি নেতার

Latest article