ফরাক্কা চুক্তির পুনর্নবীকরণ জরুরি মুখ্যমন্ত্রীর মতামত

Must read

প্রতিবেদন: ইন্দো-বাংলাদেশ ফরাক্কা (Farakka) চুক্তি পুনর্নবীকরণের আগে অবশ্যই আলোচনা করতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গুরুত্ব দিতে হবে তাঁর সরকারের মতামতকে। সোমবার কেন্দ্রের কাছে এই দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংসদে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে তিনি জানতে চেয়েছিলেন, ১৯৯৬এ সাক্ষরিত ৩০ বছরের এই চুক্তির ফলে গঙ্গার আকৃতি-প্রকৃতির কোনও পরিবর্তন হয়েছে কিনা। উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী ‘ না’ বললেও গঙ্গার ভাঙনের কথা স্বীকার করেছেন তিনি। ঋতব্রতর যুক্তি, বিষয়টির সঙ্গে যেহেতু কলকাতা বন্দরে গঙ্গার নাব্যতা এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ও ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশগত ভারসাম্যের প্রশ্ন জড়িত, সেহেতু ২০২৬ এ এই চুক্তি পুনর্নবীকরণের আগে মুখ্যমন্ত্রীর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯৬এর চুক্তি ছিল ত্রুটিপূর্ণ। এরফলে ক্ষতি হয়েছে নিম্ন গাঙ্গেয় নাব্যতা এবং সুন্দরবনের ভারসাম্য।

আরও পড়ুন-ভারত-চিন বৈঠক: মতপার্থক্য যেন বিবাদ না হয়, বললেন জয়শঙ্কর  

Latest article