প্রতিবেদন : বাংলা ভাষার অসম্মান এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের ইস্যুতে সংসদের বাদল অধিবেশনে লাগাতার সোচ্চার হয়েছেন তৃণমূল (TMC) সাংসদরা৷ অন্যান্য দিনের মতো মঙ্গলবারও এই ইস্যুতে সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ তাঁদের হাতে ছিল পোস্টার—বাংলার অপমান মানছি না, মানব না৷ এই বিক্ষোভ সমাবেশে শামিল ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়, মহুয়া মৈত্র, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুর, দোলা সেন প্রমুখ৷ ‘রবীন্দ্রনাথের অপমান মানছি না, মানব না’ স্লোগান দেন তাঁরা৷ একইসঙ্গে ‘বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল’ গান গেয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা৷
আরও পড়ুন- বাংলার মান বাঙালির সম্মান: পুজোর পর বনগাঁয় নাগরিক কনভেনশন
এর পাশাপাশি অন্যান্য দিনের মতো মঙ্গলবার সংসদের দুই কক্ষ উত্তাল হয় এসআইআর ইস্যুতে বিরোধী বিক্ষোভের জেরে৷ লোকসভা ও রাজ্যসভা দুটি কক্ষেই তৃণমূল (TMC) কংগ্রেসের নেতৃত্বে বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান৷ বিরোধী বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন৷ সরকার পক্ষ বিরোধীদের দাবি মেনে সংসদে এসআইআর নিয়ে আলোচনা না করার প্রতিবাদে সংসদের মকরদ্বারের সামনে এদিনও বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা৷ তাঁদের হাতে ছিল ভোট চুরির প্রতিবাদ জানিয়ে তিন নির্বাচন কমিশনারের ছবি-সহ পোস্টার৷