মর্মান্তিক শিশুমৃত্যুর ঘটনায় কাঠগড়ায় অসম সরকার (Assam Government)! অসমের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফটোথেরাপির বেড থেকে পড়ে সদ্যোজাতের মৃত্যু নিয়ে চাঞ্চল্য। শিশুমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীদের আত্মীয়রা। গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অসমের রাজ্য সরকার পরিচালিত হাসপাতাল আর সেখানেই ঘটে গেল এমন একটি ঘটনা। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন এক নবজাতকের মৃত্যু হয়। এনআইসিইউ বা বিভাগে ফটোথেরাপির বেড থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সদ্যোজাত ওই কন্যার। স্বাভাবিকভাবেই এই ঘটনায় হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবার।
আরও পড়ুন-ময়নাতদন্ত শেষ এইমসে, রিপোর্টে স্পষ্ট আত্মহত্যা
সূত্রের খবর, ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কোনও কর্মীর অবহেলা নজরে এলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে একটি শিশু এভাবে পড়ে যেতে পারে? নার্স বা আরএমও সেই সময়ে কোথায় ছিলেন? এমনকি শিশুটি পড়ে যাওয়ার পরেও কি যথাযত চিকিৎসা হয়েছে?