সংবাদদাতা, সিউড়ি : সিউড়ির লাঙুলিয়া গ্রামের কাছে অস্ত্র-সহ দুই যুবক ঘোরাঘুরি করছে খবর পেয়েই মঙ্গলবার ভোররাতে সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় বাহিনী নিয়ে হানা দিয়ে হেমন্ত সাহা ও স্বর্ণেন্দু মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার এবং দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন-আমাদের পাড়া : দু’দিনেই স্পেশাল চাইল্ড পড়ুয়া পেল পড়ার টাকা
থানায় পুলিশের কড়া জিজ্ঞাসাবাদে হেমন্ত সাহা জানায়, তারা সিউড়ির বিধায়ক-ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে খুনের উদ্দেশ্যে এসেছিল। এই কথায় চমকে ওঠেন পুলিশ কর্তা। যদিও পুলিশ সূত্রে ওই তৃণমূল নেতার নাম জানানো হয়নি। পুলিশের দাবি, সুরক্ষার স্বার্থেই তাঁর নাম গোপন রাখা হয়েছে। মঙ্গলবার দুজনকে সিউড়ি আদালতে তুললে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বীরভূমের পুলিশ সুপার শ্রী আমনদীপ বলেন, অস্ত্র-সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে এই পরিকল্পনার পিছনে কে বা কারা রয়েছে। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি বলেন, যদি কেউ ষড়যন্ত্র করে কাউকে খুন করতে চায় তাহলে পুলিশই
যথাযথ ব্যবস্থা নেবে রাজনৈতিক রঙ না দেখে।