ডায়মন্ড হারবারকে নিয়েও ভাবুক কিবু

প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেই সেমিফাইনালে উঠেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি।

Must read

প্রতিবেদন : প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেই সেমিফাইনালে উঠেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। বুধ-সন্ধ্যায় (৭.৩০) যুবভারতী ক্রীড়াঙ্গনে শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে টক্কর দিতে নামবে মাত্র সাড়ে তিন বছরের একটি ক্লাব। কলকাতা লিগ, আই লিগ থ্রি, টু থেকে আই লিগের মূলপর্ব। নতুন মিশনে নামার আগে ডুরান্ড অভিষেকেই সেমিফাইনাল। ফাইনালে ওঠার রাস্তায় কিবু ভিকুনার দলের সামনে কাঁটা ইস্টবেঙ্গল।

আরও পড়ুন-অস্ত্র-সহ ধৃত ২ দুষ্কৃতী বিধায়ক-ঘনিষ্ঠ নেতা খুনের ছক, স্বীকারোক্তি

তবে ম্যাচের ২৪ ঘণ্টা আগে অস্কার ব্রুজোর দলকে সতর্ক করে কোচ কিবু সাফ জানিয়ে দিলেন, ডায়মন্ড হারবারকে নিয়েও ভাবুক ইস্টবেঙ্গল।
মোহনবাগানের কোচ থাকাকালীন কিবু হারেননি ইস্টবেঙ্গলের কাছে। সেই রেকর্ড ধরে রাখার লড়াই ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচের কাছে। চোটের কারণে ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভেইরাকে পাবেন না কিবু। তবে বাকি দুই বিদেশি অভিজ্ঞ স্লোভানিয়ান স্ট্রাইকার লুকা মাজসেন এবং স্প্যানিশ সেন্টার ব্যাক মিকেল কোয়ার্তাজারের সঙ্গে স্বদেশি ব্রিগেড নিয়েই ইস্টবেঙ্গল বধের রণকৌশল সাজাচ্ছেন ডায়মন্ড হারবার কোচ। গোলে মিরশাদ মিচু ও আপফ্রন্টে জবি জাস্টিন, দুই কেরালাইট ইস্টবেঙ্গলের কাঁটা। কিবু বললেন, ফুটবলে সব কিছুই সম্ভব। ইস্টবেঙ্গল শক্তিশালী দল। কিন্তু সবসময় সেরা দল জেতে না। ধারে-ভারে পিছিয়ে থাকা দলও জয় ছিনিয়ে নিয়েছে। পোলিশ লিগে কোচিং করানোর সময় আমার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে।
দুই স্প্যানিশ কোচের দ্বৈরথে কিবু খুব একটা পিছিয়ে থাকবেন না। তাঁর পুরনো দল মোহনবাগানের বিরুদ্ধে খেলে ফেলেছেন। সবুজ-মেরুনের কাছে ১-৫ গোলে হারটা দুর্ঘটনা ছিল বলে মনে করেন কিবু। এবার সামনে ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার কোচ নতুন লড়াইয়ের আগে হেভিওয়েট প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে বলছেন, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দেশের সেরা ক্লাব। সেরাদের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে হবে। তবে আমরাও পিছিয়ে নেই। দুই প্রধানকে ছাড়া এখন ডায়মন্ড হারবারকে নিয়েও ভাবতে হবে। মোহনবাগান ম্যাচের ভুল শুধরে জামশেদপুরে গিয়ে ওদের সমর্থকদের সামনেই আমরা জিতেছি। আমরাই একমাত্র দল যারা আইএসএলের তিনটি দলের বিরুদ্ধে জিতে এই জায়গায় পৌঁছেছি।

Latest article