বিজেপি সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ নারী নাগরিক মঞ্চের

অসমের সংবেদনশীল এলাকায় বসবাসকারী আদিবাসীদের অস্ত্র লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমবার সোচ্চার হল ‘নারী নাগরিক মঞ্চ’।

Must read

প্রতিবেদন: অসমের সংবেদনশীল এলাকায় বসবাসকারী আদিবাসীদের অস্ত্র লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমবার সোচ্চার হল ‘নারী নাগরিক মঞ্চ’। অরাজনৈতিক এই গোষ্ঠীটি বিজেপি সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, এই পদক্ষেপ রাজ্যে কয়েক দশকের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে নষ্ট করে দেবে।

আরও পড়ুন-‘গাজায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা বন্ধ হোক’

একসময় দীর্ঘমেয়াদি জঙ্গিবাদের শিকার হওয়া অসমে ২০০৯-১০ সাল থেকে তুলনামূলকভাবে বড় ধরনের সহিংসতা হয়নি। ‘নারী নাগরিক মঞ্চ’ উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, প্রতিবেশী রাজ্য মণিপুরে যেমন অরাজকতা দেখা গেছে, এই সিদ্ধান্তের ফলে অসমে তার পুনরাবৃত্তি হতে পারে। আত্মরক্ষার নামে নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়া একটি বিপজ্জনক রাষ্ট্রীয় নীতি, যা কয়েক দশকের শান্তি প্রক্রিয়াকে নষ্ট করে দেবে এবং রাজ্যে উত্তেজনা বাড়াবে। এই সিদ্ধান্ত একটি ‍‘অস্ত্র অর্থনীতির’ জন্ম দিতে পারে, লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়াতে পারে এবং রাজ্যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অস্ত্রকে বৈধতা দেওয়া জননিরাপত্তার জন্য হুমকি হবে।

Latest article