এসএসসি পরীক্ষার প্রস্তুতি, ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব

পরীক্ষা স্বচ্ছ ও ত্রুটিহীন করতে রাজ্য সরকার এবার বিশেষভাবে তৎপর হচ্ছে। তারই প্রস্তুতিতে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকের তোড়জোড়।

Must read

প্রতিবেদন : স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে এসএসসি চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন-সীমান্তের শান্তি ফেরাতে ঐকমত্য ভারত-চিন বৈঠকে

পরীক্ষা স্বচ্ছ ও ত্রুটিহীন করতে রাজ্য সরকার এবার বিশেষভাবে তৎপর হচ্ছে। তারই প্রস্তুতিতে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকের তোড়জোড়। আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি। দু’টি পরীক্ষায় মিলিয়ে বসতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী। ইতিমধ্যেই জেলা প্রশাসনের হাতে পৌঁছে গিয়েছে নবান্নের প্রাথমিক নির্দেশিকা। সেই অনুযায়ী সরকারি আধিকারিকদের সরাসরি তত্ত্বাবধানেই হবে লিখিত পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে বাধ্যতামূলকভাবে বসানো হবে সিসিটিভি। ফ্রিসকিংয়ের সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন। পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডেপুটি ম্যাজিস্ট্রেট র‍্যাঙ্কের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দু’দিন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তাঁদের উপস্থিত থাকতে হবে।

Latest article