প্রতিবেদন : ফের সেই মোদিরাজ্য! স্কুলের মধ্যে নৃশংস খুন (gujarat murder)। নবম শ্রেণির ছাত্রের হাতে খুন হল দশম শ্রেণির পড়ুয়া। এক নাবালক ছুরি দিয়ে কুপিয়ে খুন করল আর এক নাবালককে। মঙ্গলবার গুজরাতের আমেদাবাদের এক স্কুলে ছাত্র খুনের (gujarat murder) ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি। মৃত নাবালকের নাম নয়ন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বুধবার সকালে স্কুল-চত্বরে ভিড় জমান অভিভাবকরা, সমবেত হন হিন্দুত্ববাদীরা সংগঠনের সদস্যরাও। স্কুলে ভাঙচুর চালানো হয়।
মৃত ছাত্র নয়ন সিন্ধি সম্প্রদায়ের। অভিযুক্ত ছাত্রটি মুসলিম সম্প্রদায়ের। এদিন সকালে ক্ষুব্ধ অভিভাবকদের পাশাপাশি সিন্ধি সম্প্রদায়ের একদল জনতা বিক্ষোভ দেখায়। হামলায় আহত হন স্কুল-কর্মীরাও। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ অভিযুক্ত নবম শ্রেণির ছাত্রকে হেফাজতে নেয়। নাবালক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে একাধিক ধারায়। অভিভাবকরা স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে অভিভাবকদের পক্ষ থেকে।
আরও পড়ুন- তৃণমূলের প্রতিবাদে উত্তাল লোকসভা, মার্শাল নামিয়ে লোকসভায় বিল পেশ করতে হল শাহকে