মেট্রো লাইনে জল, ব্যাহত পরিষেবা, হয়রানি যাত্রীদের

Must read

প্রতিবেদন : ফের কাজের দিনে ব্যাহত মেট্রো পরিষেবা। নাকাল হলেন যাত্রীরা। মেট্রোর লাইনে জল জমে থাকায় বুধবার ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন ও যতীন দাস পার্কে বন্ধ মেট্রো পরিষেবা। চূড়ান্ত হয়রানি নিত্যযাত্রীদের। বারবার পরিষেবা ব্যাহত হওয়ায় রক্ষণাবেক্ষণের প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। প্রসঙ্গত, গত মাসে নিউ গড়িয়া স্টেশনে থামে ফাটল দেখা গিয়েছিল। বসে গিয়েছে প্ল্যাটফর্মও। আর তাতেই আপাতত বন্ধ রাখা হয়েছে ওই স্টেশন। শহরের লাইফলাইন মেট্রো (metro tunnel) নিয়ে বাড়ছে উদ্বেগ। চলতি বছর বর্ষায় ২ বার মেট্রোর ট্র্যাকে (metro tunnel) জল ঢুকেছিল।

আরও পড়ুন- মোদিরাজ্যে দশমের ছাত্রকে কুপিয়ে খুন নবমের পড়ুয়ার

Latest article