ভারত-পাক ম্যাচ নিয়ে দ্বিমত সানি-আক্রমের

মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তা এড়িয়ে যান অজিত আগারকর, সূর্যকুমার যাদবরা।

Must read

মুম্বই, ২০ অগাস্ট : পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে। এই পরিস্থিতিতে আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে দুই প্রতিবেশী দেশ। সম্প্রতি লেজেন্ডস লিগে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলেননি হরভজন সিং, শিখর ধাওয়ান, যুবরাজ সিংরা। এই প্রেক্ষিতে এশিয়া কাপে কি আদৌ ভারত-পাক ম্যাচ হবে?

আরও পড়ুন-ডেকরেটর্স মালিককে খুনে ৩ জন কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড

মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তা এড়িয়ে যান অজিত আগারকর, সূর্যকুমার যাদবরা। বৈঠকে উপস্থিত বিসিসিআইয়ের প্রতিনিধিও সাংবাদিকদের শুধু দল নিয়ে প্রশ্ন করতে বলেন। কিংবদন্তি সুনীল গাভাসকর মনে করেন, পুরোটাই নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের উপরে। সানির বক্তব্য, এখানে বিসিসিআই বা ক্রিকেটারদের কিছু করার নেই। সরকার যদি বলে ম্যাচ হবে, তাহলে ম্যাচ হবে। আবার যদি উল্টো নির্দেশ আসে, তাহলে ম্যাচ হবে না।
অন্যদিকে, ওয়াসিম আক্রম আবার মনে করছেন, ক্রিকেটের স্বার্থে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত। কিংবদন্তি পাক তারকার বক্তব্য, এশিয়া কাপের সূচি অনেকদিন আগেই প্রকাশ্যে এসেছে। পাকিস্তানে এ নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। ভারত খেললে ভাল, না খেললেও সমস্যা নেই। তবে ব্যক্তিগতভাবে আমি ম্যাচের পক্ষে। আমি কোনও রাজনীতিবিদ নই। তাই ভারত-পাকিস্তান টেস্ট সিরিজও দেখতে চাই। সবাই দেশের কথা ভাবে। ভারতীয়রা যদি দেশাত্মবোধ দেখাতে চায়, তাহলে আমরাও দেখাব। তবে কাজে করে দেখানোর থেকে কথা বলা অনেক সহজ।
এদিকে, নিজের দেশে আইনি জটিলতায় জড়িয়েছেন আক্রম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অনলাইনে বেটিং অ্যাপের প্রচার করার। আক্রমের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে।

Latest article