শ্রেয়সের কোথায় ভুল, প্রশ্ন আজ্জু-অশ্বিনের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স। গত আইপিএলেও ১৭ ম্যাচে ৬০৪ রান। ১৭৫ স্ট্রাইক রেটে ৫০.৩৩ ব্যাটিং গড়ে রান করেছেন।

Must read

হায়দরাবাদ, ২০ অগাস্ট : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স। গত আইপিএলেও ১৭ ম্যাচে ৬০৪ রান। ১৭৫ স্ট্রাইক রেটে ৫০.৩৩ ব্যাটিং গড়ে রান করেছেন। এরপরও এশিয়া কাপের দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। ক্রিকেটমহল বিস্মিত তিনি ভারতীয় টি-২০ দলে জায়গা না পাওয়ায়। প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন অবাক হয়েছেন দলে শ্রেয়সের নাম না দেখে। ক্ষুব্ধ রবিচন্দ্রন অশ্বিনের প্রশ্ন, শ্রেয়সের ভুল কী ছিল?

আরও পড়ুন-ডেকরেটর্স মালিককে খুনে ৩ জন কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড

আজহার সমাজমাধ্যমে লিখেছেন, ‘শ্রেয়স আইয়ারকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। বড় বিস্ময় আমার কাছে’। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। প্রাক্তন তারকা স্পিনার বলেছেন, আমি বুঝতে পারছি না, শ্রেয়স ভুলটা কী করেছে? ২০২৪ সালে অধিনায়ক হিসেবে কেকেআরকে ও আইপিএল জেতাল। তারপর নিলামে গেল। পাঞ্জাব কিংস ওকে কিনল। ২০১৪ সালের পর প্রথমবার পাঞ্জাবকে আইপিএল ফাইনালে তুলল শ্রেয়স। শর্ট বলে সমস্যা কাটিয়ে উঠেছে শ্রেয়স। বুমরা, রাবাডাদের অনায়াসে খেলেছে। খারাপ লাগছে শ্রেয়সের কথা ভেবে এবং যশস্বী জয়সওয়াল। ওদের দু’জনের জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা ঠিক হয়নি।
বিরক্তির সঙ্গে অশ্বিন আরও বলেন, দল নির্বাচনের কাজে অকৃতজ্ঞতা ছাড়া কিছু নেই। কাউকে না কাউকে বাদ দিতেই হবে। আমি আশা করি, শ্রেয়স এবং যশস্বীর সঙ্গে কেউ কথা বলেছে। আমি শুভমন গিলের জন্য খুশি। কিন্তু শ্রেয়স ও যশস্বীর এটা প্রাপ্য ছিল না। দু’জনের সঙ্গে খুবই অন্যায় হয়েছে।

Latest article