প্রতিবেদন: ভারতের উপর বিপুল অঙ্কের শুল্ক জরিমানা চাপিয়ে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছেঁটে ফেলতে নয়াদিল্লিকে চাপ দিচ্ছে আমেরিকা। কিন্তু অন্যায্য মার্কিন শুল্কচাপের কাছে নতিস্বীকার করা হবে না বলে বার্তা দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। এবার রাশিয়ার পক্ষ থেকেও সাফ জানানো হল, পুরনো বন্ধু ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অটুট থাকবে।
আরও পড়ুন-রাশিয়াকে বাগে আনতেই ভারতকে শুল্ক-জরিমানা?
কূটনৈতিক মহলের মতে, ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকার খবরদারি ও শুল্ক-রাজনীতির বিরুদ্ধে চিন-ভারত-ইরানের মত গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় অক্ষ তৈর মস্কো। এই প্রেক্ষাপটে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বার্তা’ দিয়ে বড় ঘোষণা করল রাশিয়া। দিল্লিতে পুতিনের দূত রোনাম বাবুশকিন জানিয়েছেন, আমেরিকা যদি ভারতীয় পণ্য না কেনে তাহলে নিজের বাজার খুলে দেবে রাশিয়া। সেইসঙ্গে নিয়মিত অপরিশোধিত তেলও জোগান দেওয়া হবে ভারতকে। রুশ তেল কেনায় ভারতের উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুশকিন এর নিন্দা করেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের অন্যায্য শুল্ক-আরোপের নিন্দা করে বাবুশকিন বলেন, এই একতরফা মার্কিন চাপ অন্যায্য। অর্থনীতিকে হাতিয়ার করে কূটনীতি করা ঠিক নয়। এদিকে এবছরের শেষে মোদি-পুতিন বৈঠক হওয়ার কথা। এরপর ভারত-মার্কিন সম্পর্ক কোন পথে এগোবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।