আজ মনোনয়ন জমা দেবেন বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: বিরোধী শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি (Sudarshan Reddy) বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন সংসদ ভবনের সচিবালয়ে। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিরোধী শিবিরের পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধীদের তরফে সমন্বয় রক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে তৃণমূল কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় আছেন। এছাড়াও বিরোধী প্রার্থীর হয়ে মনোনয়নপত্রে তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ১০ জন সাংসদ স্বাক্ষর করেছেন। সাংসদদের তালিকায় আছেন লোকসভার সদস্য বাপী হালদার, অসিত মাল, মিতালি বাগ, শর্মিলা সরকার, জগদীশ বর্মা বসুনিয়া, খলিলুর রহমান এবং রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ, নাদিমুল হক, প্রকাশ চিক বরাইক, মমতা ঠাকুর। মনোনয়ন জমার পর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুদর্শন রেড্ডি বিভিন্ন রাজ্যে গিয়ে প্রচার করবেন। সেই কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেই কারণে সাংসদদের কমিটি গঠন করা হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর। এই দেড়মাস প্রচারের কাজ যাতে সঠিকভাবে করা যায় সেজন্য সমন্বয় কমিটি গঠন করেছে বিরোধী শিবির। এদিন বি সুদর্শন রেড্ডিকে (Sudarshan Reddy) শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় বলেন, আপনি আইনি জগতের মানুষ। উপরাষ্ট্রপতি নির্বাচিত হলে বিরোধীরা সংসদে সাধারণ মানুষের কথাকে যথাযথ ভাষা দেওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন-অভিষেকেই বাজিমাত কিবুদের, মশাল নিভিয়ে ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার

Latest article