তরুণীর সঙ্গে প্রেমে পেট্রোল পাম্প কেনার প্রতিশ্রুতি, ধৃত প্রাক্তন বিএসএফ

বড় সাফল্য গড়িয়াহাট থানার পুলিশের। প্রেমের ফাঁদে ফেলেছিলেন এক তরুণীকে। তারপরেই প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন বিএসএফ জওয়ানের (BSF) বিরুদ্ধে

Must read

বড় সাফল্য গড়িয়াহাট থানার পুলিশের। প্রেমের ফাঁদে ফেলেছিলেন এক তরুণীকে। তারপরেই প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন বিএসএফ জওয়ানের (BSF) বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় ওই প্রাক্তন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ জানানো হয়েছিল এক মহিলাকে প্রেমের বাহানায় নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি তরুণীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পেট্রোল পাম্প কিনে দেবেন। সেই অজুহাতেই হাতিয়ে নিয়েছেন ২৯ লক্ষ টাকা। টাকা পাওয়ার পরেই হঠাৎ উধাও হয়ে যান অভিযুক্ত। প্রায় দেড় বছর ধরে গা-ঢাকা দিয়ে অবশেষে ধরা পড়ল পুলিশের জালে। জানা গিয়েছে বেহালার এক মিষ্টির দোকানে ছদ্মবেশে কাজ করছিলেন ওই জওয়ান।

আরও পড়ুন-জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর

পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাক্তন বিএসএফ এর নাম গৌতম হালদার। তাঁর বাড়ি নদিয়ার তেহট্টে। রাজারহাটে বিএসএফের কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। গড়িয়াহাটের ডোভার লেনে এক অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর আর তারপর থেকেই সম্পর্ক গড়ায় প্রেমে। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে মহিলাকে একসঙ্গে ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। সাথে একটি পেট্রোল পাম্প কেনার কথাও বলা হয়। অগ্রিম টাকার প্রয়োজন বলে প্রায় ২৯ লক্ষ টাকা নেন গৌতম। টাকা হাতে পাওয়ার পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন করে তাঁকে আর খুঁজে পাওয়া যায় নি বলে জানান মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে গড়িয়াহাট থানার পুলিশ। দেখা যায় গৌতমের মোবাইল বহুদিন ধরেই বন্ধ। তবে তার কিছু পরিচিতর কল লিস্ট ঘেঁটে পুলিশ দেখতে পায় অন্য নম্বর ব্যবহার করে তিনি পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেখান থেকেই খবর পাওয়া যায় বেহালার বুড়োশিবতলায় এক মিষ্টির দোকানে ম্যানেজারের কাজ করছেন তিনি।

আরও পড়ুন-মুখভার আকাশের! দফায় দফায় বৃষ্টি শহরে

এরপরেই ওসি অঞ্জন সেনের নির্দেশে ও অভিষেক সিংয়ের নেতৃত্বে দোকানে হানা দিয়ে সেখান থেকেই গ্রেফতার করা হয় গৌতম হালদারকে। দেড় বছর আগে গৌতম নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী নদিয়ার তেহট্ট থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন। বিএসএফ গোয়েন্দারাও তাঁকে খুঁজছিলেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রতারণার টাকার হদিস পাওয়া যায়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই টাকার সন্ধান চালানো হচ্ছে। প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং পলাতক থাকার অভিযোগে গৌতম হালদারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Latest article