গৃহস্থের বাড়িতে চুরি করে পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই সহ ৪

বাড়িতে কেউ ছিল না আর সেই সুযোগেই এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে এবার বিজেপির (BJP) মন্ডল সভাপতির ভাই সহ চারজন।

Must read

বাড়িতে কেউ ছিল না আর সেই সুযোগেই এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে এবার বিজেপির (BJP) মণ্ডল সভাপতির ভাই সহ চারজন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তরজা এখন তুঙ্গে। ধৃতরা হল সমীরণ মিদ্দ্যা, সঞ্জয় মিদ্যা, শম্ভু দাস, অরিন্দম শাসমল। এদের মধ্যে সমীরণ হল বিজেপির ভগবানপুর- ২ মণ্ডলের সভাপতি তপন মিদ্দ্যার ভাই। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। সূত্রের খবর, এই চুরির ঘটনাতেও গোটা প্ল্যান সাজিয়েছিল সমীরণ।

আরও পড়ুন-মোদিকে কড়া জবাব তৃণমূলের

পুলিশ সূত্রে খবর, ভগবানপুর- ২ ব্লকের জুখিয়া গ্রামে একটি গৃহস্থ বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। গত সোমবার থেকে বাড়িতে কেউ ছিলেন না। এরপর মঙ্গলবার বিকেলে ফিরে এসে বাড়ির লোকজনেরা বাড়ির গ্রিল ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এরপর ভেতরে গিয়ে দেখেন আলমারি থেকে যাবতীয় সোনার গহনা এবং বাড়ির মধ্যে থাকা একটি মোটর বাইক চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় মঙ্গলবার রাতেই পরিবারের তরফে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ তদন্তে নেমে বুধবার রাতে এই চারজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই বিষয়ে বিজেপিকে তুলোধোনা করে ভগবানপুর- ২ ব্লক তৃণমূলের সভাপতি অম্বিকেশ মান্না বলেন, “বিজেপি হল সমাজবিরোধীদের দল। তাই ওদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।”

Latest article