চাপে পড়ে বিমায় কেন্দ্রের জিএসটি প্রত্যাহারের প্রস্তাব

বৃহস্পতিবার এই নিয়ে একটি প্রস্তাব মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র। মন্ত্রিগোষ্ঠীর প্রায় সব সদস্যই প্রত্যাহারের ব্যাপারে সহমত হয়েছেন।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চাপে পড়ে শেষপর্যন্ত স্বাস্থ্য এবং জীবনবিমায় প্রিমিয়ামের উপরে ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের পথে যেতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। বৃহস্পতিবার এই নিয়ে একটি প্রস্তাব মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র। মন্ত্রিগোষ্ঠীর প্রায় সব সদস্যই প্রত্যাহারের ব্যাপারে সহমত হয়েছেন। লক্ষণীয়, স্বাস্থ্য এবং জীবনবিমার প্রিমিয়ামের উপর থেকে ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে প্রথম সরব হয়েছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-গৃহস্থের বাড়িতে চুরি করে পুলিশের জালে বিজেপির মন্ডল সভাপতির ভাই সহ ৪

সাধারণ মানুষের স্বার্থে এই জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। বৃহস্পতিবার দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই কথা আবার মনে করিয়ে দেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুধু প্রিমিয়ামের উপরে জিএসটি প্রত্যাহার করলেই চলবে না, বিমা সংস্থাগুলো যাতে গ্রাহকদের উপরে অতিরিক্ত প্রিমিয়ামের বোঝা চাপিয়ে দিতে না পারে কেন্দ্রকে তা নিশ্চিত করতে হবে। রাজ্যসভার সাংসদ দোলা সেনের মন্তব্য, ভোটের মুখে ঠেলায় পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে মোদি সরকার।

Latest article