উদ্ধার আরও ১৩, পুলিশকে পদক দেওয়া উচিত : বুলা

পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত শেখ সামিম-সহ তিনজনকে গ্রেফতার করে। উদ্ধার করে ২৯৫টি পদক। পরে উদ্ধার হল আরও ১৩ পদক।

Must read

সংবাদদাতা, হুগলি : পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরির বাড়ির পদক ও চুরি-যাওয়া আরও ১৩টি পদক উদ্ধার হল। তার মধ্যে পদ্মশ্রীর একটি পদকও রয়েছে বলে জানা গিয়েছে। পদক ফিরে পেয়ে আপ্লুত বুলা জানালেন, এই সাফল্যের কারণে পুলিশকেই পদক দেওয়া হয়েছে। গত ১৫ অগাস্ট বুলার বাড়িতে চুরি হয়েছিল। পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত শেখ সামিম-সহ তিনজনকে গ্রেফতার করে। উদ্ধার করে ২৯৫টি পদক। পরে উদ্ধার হল আরও ১৩ পদক।

আরও পড়ুন-বাংলায় মুখরিত সংসদ, প্রতিবাদে ডেপুটি চেয়ারম্যানের চা-চক্র বয়কট বিরোধীদের

বুলা জানিয়েছিলেন, তাঁর একটি পদ্মশ্রী, সাফ গেমস এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা হবে। সেইমতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম তদন্ত চালিয়ে যায়। আরও দুজনকে গ্রেফতার করে। মূল অভিযুক্ত সামিমের কাছ থেকে ১৩টি পদক উদ্ধার হয়েছে, তার মধ্যে একটি পদ্মশ্রীও রয়েছে। জানা গিয়েছে, আরেকটি পদ্মশ্রী রয়েছে তাঁর কসবার বাড়িতে। চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মহম্মদ চাঁদকেও গ্রেফতার করে পুলিশ। বুলা জানান, পদক চুরি হওয়ায় খুব খারাপ লেগেছিল। তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সব ফিরিয়েছে। এর জন্য পুলিশকেই মেডেল দেওয়া উচিত। সব মিলিয়ে ৩০৮টি পদক উদ্ধার হয়েছে।

Latest article