প্রতিবেদন : স্বামী বিবেকানন্দের শিকাগো (Chicago) ধর্মসভার ১৩৩ বছর পূর্তি স্মরণ করে নতুন প্রতিভার সন্ধানে রাজ্যে এবার স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘোষণা করে অরূপ জানালেন, ১৮৯৩ সালে ১১ সেপ্টেম্বর স্বামীজির বিখ্যাত বক্তৃতার ১৩৩ বছর পূর্ণ হচ্ছে। সেই বিরল ঘটনাকে সম্মান জানাতেই এই ফুটবল টুর্নামেন্ট। একই সঙ্গে আইএফএ-রও ১৩৩ পূর্তি। ফলে ক্রীড়া দফতর, রাজ্য সরকার ও আইএফএ-র ত্রিমুখী আয়োজনে টুর্নামেন্ট হতে চলেছে। ১১ সেপ্টেম্বর বেলুড়মঠে এই প্রতিযোগিতা শুরু হবে। ফুটবলের কথা বলতে গিয়ে ক্রীড়ামন্ত্রী ফের বাংলার ফুটবলারদের বেশি করে অংশগ্রহণের উপর জোর দেন। তিনি বলেন, আমরা বাংলার খেলোয়াড়দের নেওয়ার কথা বলি। আইএফএ-ও চেষ্টা করে। কিন্তু প্রিমিয়ার ক্লাবগুলো বলে যে তারা বাংলায় ভাল ফুটবলার পাচ্ছে না। সেই কারণে অন্য রাজ্য থেকে ফুটবলার আনতে হচ্ছে। এই টুর্নামেন্ট এক্ষেত্রে বড় অবদান রাখবে বলে অরূপের বিশ্বাস। তিনি বলেন, এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য, জেলা থেকে সেরা খেলায়াড় তুলে এনে প্রিমিয়ার লিগ বা প্রথম ডিভিশন ক্লাবগুলোর হাতে তুলে দেওয়া।
আরও পড়ুন-রাত্তিরের সাথী, হাসপাতালের বিএসি রিপোর্ট তলব রাজ্যের
মূলত দুটি উদ্দেশ্য— এক, নতুন প্রতিভা তুলে আনা এবং দুই হল স্বামীজির আদর্শে যুব সমাজকে উদ্বুদ্ধ করা। চলতি বছরে ১১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সব মিলিয়ে ৩৯০টি ম্যাচ হবে। ২৩টি জেলা অংশ নেবে। প্রতিটি জেলায় ৮টি করে ক্লাব অংশ নেবে। যেখানে যারা চ্যাম্পিয়ন, রানার্স হবে, সেই জেলা অন্য জেলার চ্যাম্পিয়ন ও রানার্সদের বিরুদ্ধে খেলবে।