প্রতিবেদন : রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলপ্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এই মামলায় বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চের রায়কেই গুরুত্ব দিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন-রাত্তিরের সাথী, হাসপাতালের বিএসি রিপোর্ট তলব রাজ্যের
দুই বিচারপতির বক্তব্য, ফলপ্রকাশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সিঙ্গল বেঞ্চ। এখানে নতুন করে কোনও নির্দেশ দেওয়ার সুযোগ নেই। সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছে রাজ্য। তাই এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চ কোনও হস্তক্ষেপ করছে না। হাইকোর্টে আগামী ২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে।