পুলিশের শীর্ষ পদে একাধিক রদবদল

Must read

প্রতিবেদন : পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ সুপার এবং কমিশনারেটের ডিসি পদে নতুন নিয়োগ হয়েছে। সব মিলিয়ে ডায়মন্ড হারবার ও বারাকপুর-সহ মোট ছ’টি জেলা ও কমিশনারেটের শীর্ষ পদে পরিবর্তন করা হয়েছে। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে এসএস, আইবি করা হয়েছে। তাঁর জায়গায় কালিম্পংয়ের নতুন পুলিশ সুপার হলেন অপরাজিতা রাই। তিনি এতদিন ছিলেন উত্তরবঙ্গের শিলিগুড়ির এসএস, আইবি। ডায়মন্ড হারবার জেলার এসপি রাহুল গোস্বামীকে পাঠানো হয়েছে ডাবগ্রামের র‍্যাফের সিইও পদে। সেখানে নতুন এসপি হচ্ছেন বিশপ সরকার। তিনি ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ)। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুরকে পাঠানো হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) পদে। অন্যদিকে, অম্লানকুসুম ঘোষ হচ্ছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক)। তিনি এতদিন ডায়মন্ড হারবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে ছিলেন। শিলিগুড়ির নতুন ডিসি (ট্রাফিক) হচ্ছেন কাজি সামসুদ্দিন আহমেদ। নতুন দায়িত্বপ্রাপ্তরা খুব শিগগিরই পদে যোগ দেবেন।

আরও পড়ুন-বিজেপি সরকারের রিপোর্ট তলব করল পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট

Latest article