প্রতিবেদন : বিজেপির এসআইআর (SIR) ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের আগে ও পরে মুখ্য নির্বাচন আধিকারিকরা ক্যাপ সমীক্ষা করেন। ২০২৪ লোকসভা ভোটের পর বিহারের সিইও-র করা সমীক্ষা স্পষ্ট প্রমাণ দিচ্ছে কেন্দ্র ও কেন্দ্রের শাসক বিজেপির ষড়যন্ত্রের। সমীক্ষা বলছে, ৯৮ শতাংশ মানুষ ভোটার তালিকা সম্পর্কে জানতেন। ৯৯ শতাংশেরও বেশি মানুষ জানতেন তাঁদের নাম তালিকায় রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ৯৮.৯ শতাংশ নাম ও তথ্য ছিল একেবারে সঠিকভাবে অন্তর্ভুক্ত। তৃণমূলের প্রশ্ন— এক, তালিকা যদি সঠিক, এসআইআর (SIR)-নাটক কেন? দুই, মাত্র এক বছরে হঠাৎ করে ৬৫ লক্ষ ভোটার অযোগ্য হয়ে গেলেন কীভাবে? তিন, এটা কি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত নয়?
আরও পড়ুন- হাতে হাত মিলিয়ে কাজ করুন, জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের