পাঁচিল টপকে সংসদ ভবনে

এই হল কুড়ি হাজার কোটির নতুন সংসদ (parliament) ভবনের নিরাপত্তার নমুনা।

Must read

প্রতিবেদন : এই হল কুড়ি হাজার কোটির নতুন সংসদ (parliament) ভবনের নিরাপত্তার নমুনা। বিজেপির শাসনে দিল্লির আইন-শৃঙ্খলা এতটাই তলানিতে এসে ঠেকেছে যে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাঁচিল টপকে সোজা নতুন সংসদ ভবনের গড়ুরগেটের কাছে পৌঁছে গেল এক যুবক।

আরও পড়ুন-কমিশনের চক্রান্ত ভেস্তে গেল শীর্ষ আদালতে

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ। নিরাপত্তারক্ষীদের চোখে পড়ামাত্রই তাকে আটক করা হলেও সংসদের নিরাপত্তা ব্যবস্থা আজ গুরুতর প্রশ্নের মুখোমুখি। লক্ষণীয়, দিনদুয়েক আগেই দিল্লির গেরুয়া মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করে বসেন গুজরাত থেকে আসা এক ব্যক্তি। পরপর দুটি ঘটনায় গভীর অস্বস্তিতে বিজেপি। উল্লেখ্য, দু’বছর আগে রঙবোমা নিয়ে সংসদে গ্যালারিতে ঢুকে পড়েছিল দুই যুবক। শুক্রবার ওই যুবকের আসল উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য চলছে জিজ্ঞাসাবাদ।

Latest article