নয়াদিল্লি, ২২ অগাস্ট : আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট না কাটলেও আশার আলো দেখা দিল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে। শুক্রবার সর্বোচ্চ আদালতে ছিল আইএসএলের ১১ ক্লাবের আবেদনের ভিত্তিতে আইএসএল সমস্যা সমাধানের লক্ষ্যে শুনানি। এদিন বিচারপতি শ্রী নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর স্পেশাল বেঞ্চ এআইএফএফ এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডকে (এফএসডিএল) একসঙ্গে বসে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (এমআরএ)-এর ভবিষ্যৎ নির্ধারণের নির্দেশ দিয়েছে। এই চুক্তি নবীকরণের উপরই দাঁড়িয়ে রয়েছে আইএসএলের ভবিষ্যৎ।
আরও পড়ুন-‘শ্রমশ্রী’ পোর্টালে নাম নথিভুক্তকরণ শুরু হল
পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৮ অগাস্ট বৃহস্পতিবার। তার আগে আগামী পাঁচদিনের মধ্যে এফএসডিএল ও ফেডারেশনের মধ্যে আলোচনা করে এমআরএ চুক্তি নবীকরণ নিয়ে সমাধানসূত্র খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। ওয়াকিবহাল মহলের আশা, আলোচনার পথ তৈরি হওয়ায় আইএসএল নিয়ে জট কাটার সম্ভাবনা বাড়ল।
এদিনের শুনানির ২৪ ঘণ্টা আগেই মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া আইএসএলের ১১টি ক্লাব অ্যামিকাস কিউরি বা আদালত বান্ধবকে একটি চিঠি দেয়। চিঠির বিষয় ছিল, যত দ্রুত সম্ভব সর্বোচ্চ আদালতকে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট কাটানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সেইমতো শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, এমআরএ নিয়ে সমাধানসূত্র আগামী পাঁচদিনের মধ্যে বের করার চেষ্টা করতে হবে।