প্রতিবেদন : আনন্দপুরের কারখানায় বিধ্বংসী আগুন (Fire)। বৃষ্টিমুখর শনিবাসরীয় দুপুরে গুলশন কলোনি এলাকার চামড়ার কারখানায় আগুনে (Fire) ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। তবে আগুনের ব্যাপকতায় ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে। এদিন দুপুর ১টা নাগাদ ১০৮ নম্বর ওয়ার্ডের একটি চামড়ার জুতো তৈরির কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে ঢুকতে সমস্যায় পড়ে। এলাকাবাসীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। তবে হতাহতে কোনও খবর নেই। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন- উন্মুক্ত শৌচমুক্ত শহরের তকমা হালিশহর ও কাঁচরাপাড়ার